বিএনপির আন্দোলনে কেউ সাড়া দেবে না : ওবায়দুল কাদের
ওয়ান নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে কোন সাড়া দেবে না।
তিনি বলেন, ‘ বিএনপি গত আট বছরে প্রায় ৪০ বার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু তাদের কোন ডাকেই দেশের মানুষ সাড়া দেয়নি। কারণ, তাদের আন্দোলনের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই।’
সোমবার নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারের কোন বিধান সংবিধানে নেই। আর শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর কোনো গনতান্ত্রিক দেশে সহায়ক সরকারের কোন বিধান নেই।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন পরিচালিত হবে। সরকার অন্যান্য দেশের মতো রুটিন দায়িত্ব পালন করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.