হেফাজতের নেতৃত্ব সংকট তাদের অভ্যন্তরীণ বিষয়: তথ্যমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ে যে সংকট দেখা দিয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলটিতে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হেফাজতে ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি হেফাজতের অভ্যন্তরীণ বিষয়। এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না।

এ সময় হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

সম্প্রতি হাটহাজারী মাদ্রাসায় চলমান বিশৃঙ্খলার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মাওলানা আহমদ শফীর জন্ম আমার নির্বাচনী এলাকার নিজের উপজেলায় এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়নে। তিনি আলেমদের মধ্যে এবং ওই অঞ্চলে কী পরিমাণ জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন, সেটি তার জানাজা থেকে বোঝা যায়। হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খলা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সেটি যে মাদ্রাসার দীর্ঘদিনের মহাপরিচালকের ওপর মানসিক চাপ তৈরি করে থাকবে, সেটিই স্বাভাবিক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.