প্রেস বিজ্ঞপ্তিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সাংবাদিক আব্দুর রশিদের উপর হামলার নিন্দা জানিয়েছে অনলাইন প্রেসক্লাব কক্সবাজারের নেতৃবৃন্দ।
অনলাইন প্রেসক্লাব কক্সবাজার এর সভাপতি মোঃ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এম সেলিম উদ্দিনের বার্তায় এই নিন্দা জানানো হয় । শুক্রবার সন্ধ্যায় তাৎক্ষনিক জুম কনফারেন্স এর মাধ্যমে আব্দু রশিদের উপর হামরার তীব্র নিন্দা প্রকাশ করেন অনলাইন নেতৃবৃন্দরা । এসময় জুম কনফারেন্সে ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবছার কবির আকাশ, এসকে সেলিম, মোঃ ইসহাক হোসেন,শওকত ইসলাম,কাজী তামজিদ পাশা , সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সিকদার, জাহাঙ্গীর আলম, সদস্য কফিল উদ্দিন,সারওয়ার সাকিব, শাহনেওয়াজ জিল্লু , আনিস নাঈমুল হক,গিয়াস উদ্দিন,সাইদুজ্জামন,এসএম বেলাল,জাবেদ ইকবাল,সৌদি আরব থেকে ফারুক, প্রমুখ।
অনলাইন প্রেসক্লাব কক্সবাজার এর সভাপতি মোঃ নেজাম উদ্দিন জানান, সাংবাদিক আব্দুর রশিদ তৃনমুল থেকে সংবাদ পুরো পৃথিবীর কাছে জানাতে সব সবময় কাজ করে যাচ্ছে। সে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত রয়েছে ।এমন অতর্কিত হামলায় আমরা আমাদের সংগঠন থেকে তীব্র নিন্দা জানাচ্ছি । সেই সাথে যারা তার উপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ করছি।
স্থানীয় সুত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার চালায়।
শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারী ইউনিয়নের পেঠান আলী পাড়া জামে মসজিদের নিয়ন্ত্রণাধীন পুকুরে মাছের পোণা অবমুক্ত করা হচ্ছিল। এমন সময় হঠাৎ অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রশিদের উপর হামলা চালায় সাহাব উদ্দিনের ভাই মো.রফিক ও এবং বহু মামলার আসামি আজিজুল হক পুতিয়া। হামলাকারীদের দাবি ওই পুকুরটি তাঁদের। হামলায় আহত আব্দুর রশিদ বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। তিনিও এ ঘটনার ন্যায় বিচার কামনা করছেন।
৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.