‘রাস্তায় জনগণ মারার লাইসেন্সের দাবিতে শ্রমিক ধর্মঘট’

ওয়ান নিউজঃ জনগণকে রাস্তায় গাড়িচাপা দিয়ে মারার লাইসেন্সের দাবিতে শ্রমিকরা পরিবহন ধর্মঘট করছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এ দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

ফেসবুকে দেয়া পোস্টটিতে মঙ্গলবার রাত পৌনে ১২টা পর্যন্ত দুই ঘন্টায় পাঁচ হাজার ৩০০ জন ব্যক্তি লাইক দেন, শেয়ার করেন ৭৬ জন।

ফেসবুকের ওই পোস্টটিতে ইমরান এইচ সরকার বলেন, ‘রাস্তার মোড়ে মোড়ে শত শত সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। অপেক্ষা গণপরিবহনের। মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। জনগণকে রাস্তায় গাড়িচাপা দিয়ে মারার লাইসেন্সের দাবিতে এই পরিবহন ধর্মঘট। অর্থ্যাৎ খুনীদের নির্বিঘ্নে খুন করার ধর্মঘট। এইদেশে খুনীদের গডফাদার একজন মন্ত্রী। কিন্তু জনগণের কে আছে?’

ডা. ইমরান এইচ সরকার পেশায় ডাক্তার। এছাড়া বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন, তখন তিনি রাজধানীর শাহবাগে ওই সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণের সৃষ্টি করেছিলেন। এছাড়া তিনি বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.