ভুল বুঝতে পেরে সার্চ কমিটিতে নাম দিয়েছে বিএনপি: নাসিম

ওয়ান নিউজ ডেক্সঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, `বিএনপি ভুল বুঝতে পেরে জনমতের প্রতি শ্রদ্ধা রেখে সার্চ কমিটিতে নাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।`

বুধবার সকালে খুলনা জেনারেল হাসপাতালের ভবন পরিদর্শন ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, `আমাদের বিশ্বাস এই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হবে তার অধীনেই ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।`

`রাষ্ট্রপতি নিজস্ব সাংবিধানিক ক্ষমতানুযায়ী দেশের খ্যাতিমান লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করেছেন` উল্লেখ করে নাসিম বলেন, `দুঃখজনক হলেও সত্য বিএনপি এটা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছিল। বিরোধীদলসহ আমরা ১৪ দল এটাকে সমর্থন জানিয়েছি।`

মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়াম লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল ও খুলনার সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে স্বাস্থ্যমন্ত্রী আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ ও বার্ন ইউনিট উদ্বোধন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.