‘ভিশন-২০৩০’ উপস্থাপন করছেন খালেদা জিয়া
ওয়ান নিউজঃ বিএনপি ক্ষমতায় গেলে কেমন সরকার হবে, কীভাবে দেশ পরিচালনা করা হবে সে জন্য ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপরেখা তুলে ধরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ভিশন-২০৩০’ এর উপস্থাপন শুরু করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে ‘ভিশন-২০৩০’ অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুলশান কার্যালয়ে আবার স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসে আলোচনা করে বিভিন্ন ধারা-উপধারা, দ্বি-কক্ষবিশিষ্ট জাতীয় সংসদের ধারাটির সংশোধনী আনা হয়। পরে তা চেয়ারপারসন চূড়ান্ত অনুমোদন করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ধারা-উপধারা ও অনুচ্ছেদ নিয়ে কিছু কাজ বাকি ছিল। মঙ্গলবার দুপুরে আলোচনা করে সে সব চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ হবে দ্বি-কক্ষবিশিষ্ট এ ধারাটির পক্ষে-বিপক্ষে অনেক মত এসেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের চেয়ারপারসনের ওপর বিষয়টি ছেড়ে দেওয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.