বিশ্বে মুসলিম বিরোধী প্রমাণ করতে রোহিঙ্গা প্রবেশে বাধা: রিজভী
ওয়ান নিউজঃ বর্তমান সরকার সারাবিশ্বের কাছে মুসলিমবিরোধী প্রমাণ করতে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক সংগঠনের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রোহিঙ্গাদের একটাই অপরাধ, তারা মুসলিম। জিয়াউর রহমানের শাসনামলে রোহিঙ্গারা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছে। তখন তিনি তাদেরকে থাকতে দিয়েছেন, খাবার-ওষধু দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার মুসলিম বিরোধী হওয়ায় রোহিঙ্গাদেরকে ঢুকতে দিচ্ছে না।
তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একদিকে সাগর, অন্যদিকে মিয়ানমারের শয়তান সেনাবাহিনী; রোহিঙ্গা মুসলিমরা কোথায় যাবেন?
এসময় রিজভী বিচার বিভাগকে আক্রমণ করে আওয়ামী লীগ দু:শাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে দাবি করে বলেন, জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে, প্রধান বিচারপতির নয়।
মূলত আওয়ামী লীগ নেতাদের প্রধান বিচারপতির বিচার জনতার আদালতে হবে এমন বক্তব্যের সমালোচনা করে এমন বক্তব্য দেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.