‘বিএনপি কি চায় তারা নিজেরাই জানে না’

ওয়ান নিউজঃ বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না, আবার একতরফা নির্বাচনও করতে দিবে না, বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চায় না। তারা অভিযোগ করেন, একদিকে নির্বাচনের কথা বলি আরেক দিকে মামলা দেই, আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোনো সম্পর্ক নেই।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ ধতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান সেতুমন্ত্রী। মহাসড়কের প্রবেশ পথগুলো দখল মুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত ৩ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.