বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে
ওয়ান নিউজঃ বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, নির্বাচন কমিশন গঠনের (ইসি) বিষয়টিই বৈঠকে প্রাধান্য পাবে। এ সংক্রান্ত ব্যাপারে গত মাসেও একবার বৈঠক করে স্থায়ী কমিটি।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন ইসি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা। এর আগেই দলের স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করলেন খালেদা জিয়া।
আগামী সপ্তাহেই মেয়াদ শেষ হচ্ছে রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে অনুসদ্ধান কমিটির।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.