রেজাউল করিম,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় চট্টগ্রামের বাকলিয়া ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করেছে পেকুয়া ফুটবল একাডেমি।
শনিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা টৈটং ইউপির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। পেকুয়া ফুটবল একাডেমির হয়ে ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় মো.হাসান ম্যান দ্যা ম্যান নির্বাচিত হয়।
প্রথমার্ধের খেলা শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসানের গোলে এগিয়ে যায় পেকুয়া ফুটবল একাডেমি। খেলা কিছুক্ষণ চলতেই ১৮ মিনিটের মাথায় ১১নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় কেসির দেওয়া গেলে ব্যবধান দ্বিগুন করে তাঁর দল পেকুয়া ফুটবল একাডেমি । এতে ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের খেলায়ও গোলের দেখা পায়নি চট্টগ্রামের বাকলিয়া ফুটবল একাডেমি। খেলা ৭০ শতাংশ নিয়ন্ত্রণ ছিলো পেকুয়া ফুটবল একাডেমির দখলে। খেলার ৫২ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় কেসির দ্বিতীয় গোলে ব্যবধান আরো বেড়ে যায়। খেলার নির্ধারিত ৬০ মিনিটে ৩-০ গোলের জয়ের বড় ব্যবধানে সরাসরি কোয়াটার ফাইনাল নিশ্চিত করে পেকুয়া ফুটবল একাডেমি। খেলায় তেমন কোন বিশৃঙ্খলা দেখা যায়নি তবে, চট্টগ্রাম বাকলিয়া ফুটবল একাডেমির ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় একটি অবৈধ ফাউল করলে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান।
টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজানটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টৈটং ইউনিয়ন আ’লীগের সভাপতি সওয়ার কামাল চৌধুরী ,টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.