পাগলের খুশি মনে মনে : বিএনপিকে হানিফ
ওয়ান নিউজঃ সরকারের সফলতায় ইর্ষান্বিত হয়ে বিএনপি মিথ্যাচার করে তৃপ্তি লাভ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রাজধানীর পোস্টাল অডিটরিয়ামে রোববার বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, ‘বিএনপি বলছে সরকারের বৈধতা নেই। কিন্তু এ সরকার দেশ-বিদেশে যে সম্মান পাচ্ছে, তারা ক্ষমতায় থাকতে কি সে সম্মান পেয়েছে? আইপিইউ সম্মেলনের মাধ্যমে সারা বিশ্বের সাংসদরা এ সরকারকে সম্মান জানিয়েছে। এখন তারা ইর্ষান্বিত হয়ে মিথ্যাচার করছে।’
হানিফ বলেন, ‘পাগলের খুশি মনে মনে। বিএনপি নেতারা এখন মিথ্যাচার করে মনে মনে চাঙ্গা হচ্ছে। কিন্তু এটি করতে গিয়ে তো জনগণের কাছে হাস্যকর হয়ে পড়ছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে ক্ষমতায় যাবে, সেটি বুঝতে পেরেই বিএনপি এখন নির্বাচনে যেতে চায় না বলে অজুহাত তুলছে। নির্বাচনে না যাওয়ার একটা যৌক্তিক ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে তারা।’
নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার সংক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনাও করেছেন হানিফ।
তিনি বলেন, ‘যারা মানুষ পুড়িয়ে হত্যায় জড়িত ছিলেন তাদের প্রত্যেকেরই বিচার হবে। অতীতে পার পেয়েছেন, এখন পার পাওয়ার কোনো সুযোগ নেই।’
হানিফ বলেন, ‘ওই পরিবারগুলো কি বিচার চাইবে না? মামলা হলে নির্বাচনে আসতে সমস্যা জানলে তখন কেন এমন কর্মকাণ্ড করলেন?’
তিনি বলেন, ‘আপনারা কি নির্বাচনে না আসার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছেন? না হলে কয়দিন ধরে একতরফা নির্বাচনের কথা বলছেন কেন? আমরা কি একতরফা নির্বাচনের কথা কখনো বলেছি?’
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে হানিফ বলেন, ‘পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি জামায়াত মিথ্যাচার করে বলছে, এ সফর ব্যর্থ। কীভাবে? তিস্তা চুক্তি হয়নি এ জন্য? আপনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, কীভাবে এমন কথা বলেন? তিস্তা চুক্তি তো এজেন্ডাতেই ছিল না। তাহলে সফর ব্যর্থ কীভাবে?’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বের কাছে মোদি বলেছেন, ‘‘এ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে।’’ কিন্তু আপনারা ইর্ষায় জ্বলেপুড়ে মরছেন। সরকারের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি আপনারা চান না।’
আয়োজক সংগঠনের সভাপতি নাছির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.