নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি: হানিফ

ওয়ান নিউজঃ পরাজয়ের শঙ্কায় বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার মতিঝিলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শ্রমিক লীগের এক আলাচনায় তিনি বলেন, এর আগের নির্বাচনের সময় বিএনপির পক্ষ থেকে বলা হল, নির্বাচনে ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ নির্বাচনের মাঠে সেই ধরণের পরিবেশ আমরা কখনো দেখি নাই।

হানিফ বলেন, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। যেকোনো ফলাফল আমরা মেনে নিতে প্রস্তুত।

নির্বাচনে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বললেন, বিএনপি যখন দেখে তাদের পরাজয়ের সম্ভাবনা, তখন আগ থেকেই তারা নানা ধরণের মিথ্যাচার করে নির্বাচনকে একটা বিতর্কের মধ্যে রাখতে চায়। এখানেও ঠিক এ ধরণের চেষ্টা করা হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি জহির আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.