ধর্ষণের পর মাথা ন্যাড়া, ব্যবস্থা নিচ্ছে আ’লীগ

ওয়ান নিউজঃ বগুড়ায় মেয়েকে ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাডা করার ঘটনায় স্থানীয় শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বগুড়ায় শ্রমিক লীগ নেতার ধর্ষণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে ওবায়দুল কাদের জানান, সম্প্রতি সংবাদমাধ্যমে কয়েকজনকে ক্রসফায়ার নিয়ে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় সাভারের সংসদ সদস্য এনামুরের বিরুদ্দে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সাভারের এমপি ডা. এনামুর রহমান এনামকে আমরা শোকজ করছি। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন বিষয়গুলো আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি। সেই কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কেন তিনি এই ধরনের কথা বলেছেন, সেজন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।’

এর আগে বৈঠকে শোকের মাস আগস্টের কর্মসূচিসহ বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতার মামলা, বগুড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধ ধর্ষণের অভিযোগ ও সাভারের সংসদ সদস্য এনামুর রহমানের ক্রসফায়ার সংক্রান্ত মন্তব্য দিয়ে আলোচনা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.