চলমান দূর্যোগকালিন সময়ে অসহায়দের পাশে থাকবেন পাশা

নিজস্ব প্রতিবেদকঃ
চলমান দূর্যোগকালিন সময়ে শুকনো খাবার ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে থাকবেন বলে জানিয়েছেন পর্যটন উদ্যোক্তা হোটেল আইলেন্ডিয়া ও কক্স কুটুমবাড়ির স্বত্তাধিকারি নুরুল কবির পাশা ।
নুরুল কবির পাশা জানান, প্রকৃতির এই দূযোগ মূহুর্তে সকলকে এগিয়ে আসা উচিৎ । আমি কক্সবাজার পৌরবাসির জন্য বিভিন্ন প্রকার শুকনো খাবার মওজুদ করে রেখেছি। শুধু প্রশাসন কাজ করবে এমন নয় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এমন দূযোগকালিন সময়ে। আশা করছি সকলে মিলে ঘূণিঝড় মোখা প্রতিরোধ করতে পারবো।
উল্লেখ্য গত কয়েক বছর ধরে রমজান মাসে প্রতিদিন কয়েকশত লোকের জন্য ইফতার ও সেহরী ব্যবস্থা কওে আসছেন ও কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড়ের অসহায় মানুষের পাশে সহায়তার নিয়ে দাড়িয়েছেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.