মোঃ নেজাম উদ্দিনঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলহাজারা পাগলীর বিল এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ব্যবহৃত ৩০টি ড্রেজার মেশিন অবৈধ ২টি ডাম্পার ও ১হাজার লস্বাফুট বালিসহ ও বালি তোলার যন্ত্রপাতিসহ জব্দ করা হয়েছে।
সোমবার (৬ জুন) সকালে ডুলহাজারা ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন, বালিও দুটি ডাম্পার বালি জব্দ করা হয়। াবালি উত্তোলনকালে দুজনকে আটক করা হয় বলে জানা গেছে তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।এ সময় উপজেলা চকয়িা উপজেলার আইন শৃংখলাবাহিনী ও ডুলহাজারা সাফারী পার্কের নিয়োজিত সদস্যরা সাথে ছিলেন সাথে ছিলেন।

অভিযান শেষে ডুলহাজারা সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পাগলীর বিলে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু কোনভাবেই এই বালু উত্তোলন থামানো যাচ্ছেনা। যার কারনে বনভুমির শত শত বনভুমি আজ হুমকীর মুখে । বনভুমির জায়গাকে বালুখেকোরা বড় বড় গর্ত করে বালিু নিয়ে যাচ্ছে ্ আমি বঙ্গবন্ধু সাফারী পার্কে যোগদান করার পর অভিযান চালিয়ে ৮৭টি ড্রেজার মেশিন ধ্বংস করেছি। এর আগে পার্কের পাশেই বালি উত্তোলনের কারণে পার্কের সাইট ওয়াল ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। যার কারনে যেকোন মুহুর্তে বিপদের আশঙ্কা রয়েছে। পাকের্র বন্যপ্রানী সুরক্ষার জন্য এই বালি উত্তোলণ বন্ধ করতে হবে। সকলের সহযোগিতা কামনা করছি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান,পাগলীর বিলসহ যেসব এলাকায় বালি উত্তোলন হচ্ছে সব জায়গায় উপজেরা প্রশাসন থেকে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। চকরিয়া উপজেলা প্রশাসন পরিবেশ বিধ্বসী কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.