কক্সবাজারে অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দিল কোস্ট ফাউন্ডেশন

মোঃ নেজাম উদ্দিন 

কক্সবাজারের ১৫ জন অদম্য মেধাবীদের শিক্ষাবৃ(১৬ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের একটি তারকামানের হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে কক্সবাজার জেলার ৯ টি উপজেলার ১৫ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সর্বমোট ১ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কোস্ট ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

বক্তব্য রাখছেন কোস্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী

কোস্ট ফাউন্ডেশন কক্সবাজারের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম রেজা।
বিশেষ অতিথি বক্তব্য, বিশিষ্ট লেখক ও কলামিস্ট নঈম গওহর ট্রেজারার মোস্তাফা কামাল, কক্সবাজার পৌর প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি এ্যাডভোকেট সাকী-এ-কাউছার, উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিতা বালা দে, সুজন উখিয়া শাখার সভাপতি নুর মোহাম্মদ সিকদার, অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ নেজাম উদ্দিন, প্রমুখ।

প্রধান অতিথি বলেন,সরকারে পাশাপাশি কোস্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এমনভাবে যদি প্রতিটি এনজিও এগিয়ে আসে তবে শিক্ষা প্রসারে সহায়ক হবে। আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তারা সমাজ বিনির্মানে আগামীতে ভুমিকা রাখবে।
এই বৃত্তি তাদের শিক্ষাখাতে যেমন সহায়ক হবে তেমনি তাদের শিক্ষা জীবনকে আরো অনুপ্রাণিত করবে।

বিশিষ্ট কলামিস্ট নঈম গওহর বলেন, সবার আগে আমাদের মানুষ হতে হবে। একজন প্রকৃত মানুস সমাজকে যেমন সুন্দর রাখবে তেমনি দেশের নাম উজ্জ্বল করবে। আমি মনে করি আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে তারা আগামীতে দেশমাতৃকার কাজে এগিয়ে আসবে। কোস্ট ফাউন্ডেশন সমাজ উন্নয়ন ও শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।
সমাজে গরীব মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের শিক্ষাবৃত্তির আওতায় আনা হচ্ছে।
আমি মনে করি কোস্ট ফাউন্ডেশন যেমন এগিয়ে এসেছে ঠিক তেমনি দেশের বিভিন্ন সংগঠন যদি শিক্ষা বিস্তারে কাজ করে তবে দেশ এগিয়ে যাবে।
কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, কোস্ট তার ক্ষুদ্র্ঋণের লভ্যাংশ থেকে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা এমপিওভূক্তিহীন কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়মিত সহযোগিতাসহ বিভিন্নভাবে চেস্টা করছি। এ অঞ্চলের শিক্ষাখাতকে আরো উন্নত করতে যথেষ্ঠ পরিমান সাইন্সল্যাব, প্যারাটিচার, শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা প্রয়োজন। সামাজিক উন্নয়নের জন্য বাল্যবিবাহ, কুসংস্কৃতি ইত্যাদি প্রতিরোধের পাশাপাশি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, সারাদেশের ৬টি অঞ্চলে ৯৪ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন। রোহিঙ্গা ইস্যুতে সর্বপ্রথম আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এখনো মানবিক কর্মসুচি অব্যাহত আছে।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র সাকিব জানান, করোনা ও সামাজিক মূল্যবোধ থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। আজকের প্রাপ্তি আমাদের জীবনে স্বরণীয় হয়ে থাকবে।

অনলাইন প্রেসক্লাব সভাপতি নেজাম উদ্দিন বলেন, মেধাবীরা কখনো গরীব হয় না। তারা শিক্ষার মাধ্যমে অসহায়দের সহায় হয়ে কাজ করে।
আজকের যারা মেধাবী আগামীতে তারাই দেশ পরিচালনা দায়িত্ব নিবে। তারাই প্রশাসনের বিভিন্ন সেক্টরে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

রিতা বালা দে বলেন, মনযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে একদিন নিজের স্বপ্ন ছোঁয়া যাবে। কারণ বর্তমান পৃথিবীতে শিক্ষার বিকল্প কিছুই নেই। অসচ্ছল ও পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীরাও যেন উচ্চশিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁচাতে পারে সেই সুযোগ আমাদেরকে করে দিতে হবে।

অভিভাবকদের একজন বলেন, আমি কোস্ট ফাউন্ডেশনের কাছ থেকে ক্ষুদ্র ঋন এর মাধ্যমে আমি আমার পরিবার ও চার সন্তানের মধ্যে একজনকে এমবিবিএস ডাক্তার বানিয়েছি।
আমার ছেলে আজ জার্মানিতে আছে।
আমাকে সার্বিক সহায়তা করেছে কোস্ট ফাউন্ডেশন।

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান এর হাত থেকে চেক গ্রহণ করছেন মেধাবী শিক্ষার্থী সাকিব

সমাজ উন্নয়ন ও শিক্ষা বিস্তারে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে সমাজে গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে কোস্ট ফাউন্ডেশন।
এই পর্যন্ত শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে।

 

 

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.