ইসির সংলাপ নিয়ে আলোচনায় বসছে আ’লীগ
ওয়ান নিউজ ডেক্সঃ নির্বাচন কমিশনের সাথে সংলাপে দলের পক্ষে প্রস্তাবনা তৈরির বিষয়ে বুধবার বিকেলে আলোচনায় বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সূচি অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর সংলাপে যাবে আওয়ামী লীগ।
দলীয় আলোচনার বিষয়ে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পরিবর্তন ডটকমকে বলেন, ‘সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে খসড়া প্রস্তাবনা তৈরি করার জন্য। তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসবেন’।
দলীয় সূত্রে জানা গেছে, সংলাপে বিএনপি আগে যাওয়ায় আওয়ামী লীগ তাদের প্রস্তাবনা পর্যবেক্ষণ করবে। এছাড়া ১৪ দলীয় জোট একই ধরনের প্রস্তাব দিবে নির্বাচন কমিশনে। সেসব বিষয় বিবেচনায় নিয়ে খসড়া প্রস্তাবনা তৈরির কাজ কাজ চলছে।
প্রধানমন্ত্রী দেশে ফিরার পর এসব নিয়ে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা তার সাথে আলোচনা করে প্রস্তাবনা চূড়ান্ত করবেন।
সংলাপে সেনা মোতায়েনের বিরোধীতা ও ইভিএম চালুর প্রস্তাবনা দেওয়া হবে বলেও ১৪ দলের সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, সংলাপে কি কি প্রস্তাব থাকবে, দলের কি বক্তব্য থাকবে; সেসব নিয়েই মিটিংয়ে আলোচনা হবে। পরে প্রধানমন্ত্রী দেশে ফিরলে প্রস্তাবনা চুড়ান্ত করবেন, নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত প্রস্তাব আকারে দেওয়া হবে।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম পরিবর্তন ডটকমকে বলেন, ‘সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে যা যা প্রয়োজন, সে ধরনের প্রস্তাব আমরা দিব।’
নির্বাচনে সেনা মোতায়েনের প্রস্তাব আওয়ামী লীগ দিবে না বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.