কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠিত মোঃ ইউনুছ আহবায়ক, সরওয়ার রোমন সদস্য সচিব

 

প্রেসবিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার আংশিক ২ বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ কে আহবায়ক ও মোহাম্মদ সরওয়ার রোমনকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার(৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। এডভোকেট মোঃ ইউনুছ কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কক্সবাজার জেলা যুবদলের প্রচার সম্পাদক এবং কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ সরওয়ার রোমন কক্সবাজার পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক, কক্সবাজার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সাবেক দুই ছাত্রনেতার সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি একটি শক্তিশালী সংগঠন গঠন করবে বলে সকলের বিশ্বাস এবং আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের দপ্তর জমা প্রদান করা করার জন্য কেন্দ্রিয় ভাবে নির্দেশ প্রদান করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.