গর্জনিয়া হাফেজখানায় কার্পেট দিল বেসরকারি এনজিও রেসডু

 

বার্তা পরিবশকঃ

শীতের সময় কুরআন শিক্ষায় ঠান্ডায় যেন কষ্ট না হয় সেদিকে নজর দিয়ে গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা ছাত্রদের জন্য কার্পেট দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল এরিয়া সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডু)

শনিবার (২৫ ডিসেম্বর ) দুপুরে রেসডু চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সেক্রটারী জেনারেল আবদুল খালেক এই কার্পেট হেফজখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক নেজাম উদ্দিন এর হাতে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়া শাহ বদর আউলিয়া (রঃ) মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা সু্পার হাফেজ মওলানা নুরুল কবির, মরিচ্যাচর সমাজ কমিটি সর্দার মোঃ ইউনুস, মরিচ্যাচর জামে মসজিদ এর পরিচালক মোঃ মহিউদ্দিন প্রমুখ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন জানান, এখন শীত মৌসুম। এই সময়ে ছাত্ররা নিচে বসে কুরআন শিক্ষা নিতে বেশ কষ্ট হচ্ছিল ঠান্ডা জনিত কারনে। ঠিক সেই মুহুর্তে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ও বেসরকারি এনজিও সংস্থা -রুরাল এরিয়া সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডু)কে আমি ধন্যবাদ জানাচ্ছি।

বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল এরিয়া সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডু) সেক্রেটারী জেনারেল আবদুল খালেক জানান, আমি সাংবাদিক নেজাম উদ্দিনের ফেইজবুক পেইজে একটি লাইভ দেখে কুরআনের হাফেজদের জন্য এই শীত মৌসুমে যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমার সংস্থা সামান্য উপহার নিয়ে হাজির হয়েছে।আশা করছি আপনাদের সকলের দোয়া থাকলে এই এই উন্নয়ন সংস্থার মাধ্যমে দেশের সকল জেলা উপজেলায় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।
রেসডু’র চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আমরা সমাজের অসহায়দের পাশে থাকার প্রত্যয় নিয়ে এই সংগঠনের পথচলা। আমি মনে করি শুধু শিক্ষাখাতে নয় যেখানে সমাজের কোন সমস্যা হবে সেখানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব।

সমাজের এমন অসহায়দের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানিয়েছেন সমাজ সর্দার মোঃ ইউনুস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.