এম. কলিম উল্লাহ।
সরকার অনুমোদিত দক্ষিণ-পূর্ব এশিয়ার হাফেজে কুরআনদের সর্ববৃহৎ সংগঠন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে।
সোমবার ২০ ডিসেম্বর উখিয়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া আজিজুল উলুম মাদ্রাসার মাঠে সকাল ৯টা থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতা আরম্ভ হবে।
কুরআনুল করিম এর শিক্ষাই জাতির মেরুদন্ড। কুরআনের শিক্ষা ছাড়া মানব জাতির উন্নতির শিখরে পৌঁছতে পারে না। মানবজাতির যত বেশি কুরআনুল কারিমের শিক্ষায় শিক্ষিত হবে ততো বেশী লাভবান হবে। এই ধারণাকে বাস্তবায়ন করার লক্ষ্যে কুরআন পড়ুয়া ছাত্রদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে এটি একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন পড়ুয়া কচিকাঁচা কোমলমতি শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন। কক্সবাজার জেলার নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত নদী পাহাড় ঘেরা আমাদের প্রিয় উখিয়া উপজেলার জনসাধারণকে কোরআনের প্রতি উৎসাহিত করতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাওলানা নুরুল হক।
এতে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা, উপজেলা ও বিভাগীয় সমন্বয়কারী দায়িত্বশীল গন উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পরই ফলাফল প্রকাশ, সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।
মহতি প্রতিযোগিতায় কুরআনপ্রেমী সকল মুসলিম উম্মাহ, উখিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও ব্যাপক অংশগ্রহণ আন্তরিক ভাবে কামনা করেছেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.