হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট বুধবার সন্ধ্যায়

ওয়ান নিউজঃ চলতি বছর পবিত্র হজ পালন শেষে বুধবার দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০১২) ফ্লাইটটি ৪১৯ জন হাজি নিয়ে বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শাকিল মেরাজ বলেন, ‘বুধবার থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ ফিরতি হজ ফ্লাইট চলবে ৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এ সময়ের মধ্যেই বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হাজিদের দেশে ফেরত নিয়ে আসবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, হজে যাওয়ার ফ্লাইটের মতোই ফিরতি ফ্লাইটগুলোও সুন্দরভাবে পরিচালিত হবে। কোনো সমস্যা হবে না।’

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন মোট ১ লাখ ২৭ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ডেলিগেট আছেন ১২৬০ জন।

এদিকে হজ এজেন্সিগুলোর নানা অনিয়ম-দুর্নীতি আর হজ অফিসের চরম অব্যবস্থাপনায় নিবন্ধন থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মোট ৩৯৭ জন হজযাত্রী হজে যেতে পারেননি। এদের মধ্যে হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে ভিসা হওয়ার পরও বিমানের টিকেট না পেয়ে ১২২ জন হজযাত্রী হজে যেতে পারেননি।

গত ২৭ আগস্ট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে শেষ হজ ফ্লাইটটি। এ বছর শুরুতে হজ ফ্লাইট নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। এ জটিলতার জন্য দায়ী ছিল ১৮টি হজ এজেন্সি। এ ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়াও এদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.