সড়কে আলোকবাতি প্রজ্জ্বলন করে শেখ রাসেলের জন্মদিনে ব্যতিক্রমী উপহার দিলেন মেয়র মুজিব

সংবাদ বিজ্ঞপ্তি :
বঙ্গবন্ধু’র কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পৌর এলাকার গুরুত্বপূর্ণ দু’টি সড়কে আলোকবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মদিনের ব্যতিক্রমী উপহার দিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের জলিলের দোকান থেকে গোলদিঘীর পাড় হয়ে বৈল্যা পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের সুইস টিপে এসব লাইটিং সিস্টেম চালু করা হয়। এরপর আলোকিত হয়ে যায় পুরো সড়ক।
কক্সবাজার পৌরসভার বাস্তাবায়নাধিন এমজিএসপি প্রকল্পের অধিনস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনালের এই সড়ক বাতির উদ্বোধনকালে মেয়র মুজিবুর রহমান বলেন,”যার বদন্যতায় আজকের এতো সুন্দর বদলে যাওয়া কক্সবাজার, তাঁরই আদরের ছোট ভাই রাসেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই ক্ষুদ্র প্রয়াস। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অফিসের সম্মেলন কক্ষে বিশাল কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.