নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে সৈকত বাহাদুর নামের একটি মাখনা হাতি মারা গেছে।সোমবার (২৮ নভেম্বর) বিকালে পার্কের সংরক্ষিত এলাকা হাতির গোদা নামক স্থানে পুরুষ হাতিটি স্বাভাবিক খাদ্য গ্রহনের সময় হঠ্যাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় বলে জানান পার্ক কর্তৃপক্ষ। মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে ভেটেনারী ডাক্তার দেখানো হলে ডাক্তার পরীক্ষা করে হাতিটিকে মৃত ঘোষণা করে।
সাফারী পার্ক সূত্রে জানা যায়, গতকাল বিকালের দিকে পুরুষ হাতি বাহাদুর স্বাভাবিকভাবে খাবার খাচ্ছিল, হঠ্যাৎ হাতিটি মাটিতে লুটিয়ে পড়লে দেখাশুনার দায়িত্বরত ফারুক হোসেন সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামকে টেলিফোনে জানালে তিনি তাৎখনিক বঙ্গবন্ধু সাফারী পার্কের ভেটেনারী অফিসার ডাক্তার হাতেম সাজ্জাদমোঃজুলকার নাইমকে সাথে নিয়ে গিয়ে দেখেন হাতিটি মারা গেছে।এব্যাপারে চকরিয়া থানায় একটি জিডি করা হয়েছে যার নং ১৪০১ ।
ময়নাতদন্তের মাধ্যমে আসল মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। ৩২ বছর বয়সে সৈকত বাহাদুর মারা যায় বলে জানান সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। এদিকে হাতির মৃত্যু রহস্য জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:১০
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.