সাতকানিয়ায় লাইসেন্স ছাড়া লোগো ব্যবহার করে পণ্য বিক্রি

রাকিব উদ্দীন, সাতকানিয়াঃ
চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সাতকানিয়া কানু পুকুর সংলগ্ন বেকারী,আনু ফকিরের দোকান ও রামপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।(১৪ নভেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় বিএসটিআই লাইন্সেন্স ছাড়া মার্ক/লোগো ব্যবহার করায় কানুপুকুর পাড় স্কুল রোডের নজির বেকারী,আনুফ‌কি‌রের দোকানে এস.এ ফুড প্রোডাক্টস,কর্মকারভাঙ্গা সাতকা‌নিয়া নিউ ঢাকা বেকারীকে বিএসটিআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন ফিল্ড অফিসার বিএসটিআই মো: খাইরুল ইসলাম, পুলিশ বাহিনীর সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.