বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীসহ ১০জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল ওসি ( তদন্ত) মো. সেলিম উদ্দিন।
তিনি জানিয়েছেন, কক্সবাজার সদর থানা বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। ওই সময় ডাকাতি প্রস্তুতিকালে টিপ ছোরা, চাকু, লোহার রড ইত্যাদী মারাত্বক অস্ত্র-সস্ত্র সহ ৭ জন, দুই জন ছিনতাইকারীকে চাকুসহ এবং অন্যান্য অপরাধে ১ জন সহ ১০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তা সেলিম উদ্দিন আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি ও ২টি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.