শহরে পিকআপসহ অবৈধ কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের কলা তলী থেকে কাঠ পাচারকালে একট্রাক চেরাই কাঠ জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ।,গত শুক্রবার (১৪মে) ঈদ উল ফিতর রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় গর্জন চিড়াই কাঠ বোঝাই একটি মিনি পিকআপ গাড়ী কক্সবাজার কলাতলী অভিমুখী যাওয়ার সময় সন্দেহ হওয়ায় পিছু পিছু ধাওয়া করে কলাতলী এলাকায় গাড়ীটি আটক করে গাড়ীতে পরিবহন কৃত চিরাইকাঠের বৈধ কাগজপত্র দেখাতে বলা মাত্র ড্রাইভার সহ অন্য আরেকজন গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ীসহ অবৈধ গর্জন চিরাইত কাঠ জব্দ করে অফিস হেফাজতে নিয়ে আসা হয়। জব্দকৃত গর্জন চিরাই কাঠের পরিমান আনুঃ ৫৫.০ ঘনফুট বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ, স্পেশাল টিমের প্রধান ওসি এ কে এম আতা এলাহী। এতে কক্সবাজার উত্তর ও দক্ষিন বন বিভাগ যৌথ ভাবে অংশ গ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.