শহরের এসএম পাড়ায় এডভোকেট পরিবারে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা

বার্তা পরিবেশক
এডভোকেট পরিবারের বাড়িঘর ভাংচুর করে জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার পৌর এলাকার ৫নং ওয়ার্ড়ের এসএম পাড়া এলাকায় ।
জানা যায়, স্থানীয় মৃত সুলতান আহমদের ছেলে শফি উল্লাহ রবিবার(১৩ নভেম্বর) সকাল থেকে এডভোকেট জোবাইরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির পাশের জায়গাটুকু স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করার চেষ্টা করে। ঠিক সেই মূহুর্তে এডভোকেট জোবাইরুল ইসলামের পরিবার থেকে বাঁধা প্রদান করা হলে তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেইট ও টিনের বাইন্ডারি ভেঙ্গে ফেলে শফি উল্লাহসহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী।
এডভোকেট জোবাইরুল ইসরাম জানান, আমি কোর্টে থাকাকালিন সময় শফি উল্লাহসহ কয়েকজন মিলে আমার পরিবারের উপর হামলা চালায় টেলিফোনে জানতে পেরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাড়ির বাউন্ডারী ও গেইট ভেঙ্গে তারা লুটপাট করেছে এবং জমি দখলের জন্য মাটি ভরাট শুরু করে দিয়েছে ।এমন ঘটনা দেখে শহর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ফোর্স এসে ঘটনা নিয়ন্ত্রনে নিয়ে আসে।
তিনি আরো বলেন, শফিউল্লাহ এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামরা করে যার মামলা নং ৯৭/ ২০২২ মামলা করে নুর নাহার বেগম গং এর নামে । পরে এর উপর ভিত্তি করে রেজিয়া বেগম মোঃ শফিউল্লাহর নামে মামলা করে যার নং ১৭২/ ২০২২ । মামলাটি আমলে নিয়ে আদালত শফিউল্লাহর মামলা খারিজ করে দেয় এবং দুটি একই মামলা হওয়ার কারণে এবং ৯৭/ ২০২২ মামলা ও ১৭২/ ২০২২ মিলে একটি রায় ঘোষনা করে সেই মামলায় বিবাদী শফিউল্লাহকে গত ১ সেপ্টম্বর চুড়ান্ত বারিতপূর্বক মামলার নিস্পত্তি করা হয় বলে জানান আদালত।
এডভোকেট জোবাইরুল ইসলামের মামা আজিজুল হক জানান, আমি শফি উল্লাকে কোন ধরনের জমি বিক্রি করি নাই। সে হঠ্যাৎ এসে আমার জমি দখলের চেষ্টা করে এবং আমাদের পরিবারে হামলা করে ওয়াহিদুজ্জামানসহ আরো কয়েকজনকে আহত করেছে। তাকে জমি বিক্রি না করেও সে কিভাবে আমাদের পরিবারের জমি দখলে আসতে চায় তা সন্ত্রাসী কাজ ছাড়া আর কিছু নয়। অন্যদিকে আমি শাহ আলম বাবুল নামের একজনকে  ২৮কড়া জমি বিক্রি করি ২০১১ সালে যা আমি দখল বুঝিয়ে দিয়েছি । এখন ২০২২ সালে এসে আমার সাথে শফিউল্লাহর কোন ধরনের লেনদেন না তাকার পরেও আমাদের পরিবারের জমি দখল নিতে আজকে বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে।
অপর দিকে শফি উল্লাহর কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, আজকে পুলিশের সাথে বৈঠক আছে তা শেষ করে আপনাকে জানবো।
শহর পুলিশ ফাড়িঁর এসআই মোজাম্মেল হক জানান, আমরা জানতে পারি এসএম পাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ সৃষ্টি  হয়েছে । ঘটনা জানতে পেরে তাৎখনিক ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে আইনি প্রক্রিয়ায় সমাধানের কথা বলা হয়েছে। এখন এলাকা শান্ত আছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.