রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সহায়তা দিচ্ছে অগ্রযাত্রা

মোঃ নেজাম উদ্দিন,
সুশিক্ষা ও সচেতনতাই নারীর জন্য সুরক্ষা – বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের (রোহিঙ্গা)সহায়তার পাশাপাশি স্থানীয় জনগনের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রযাত্রার কার্যক্রম অনন্য ভুমিকা রাখছে। গত বুধবার (২ ফেব্রæয়ারী) এনজিও বিষয়ক ব্যুরো পরিচালক জিনাত আরা (যুগ্নসচিব), (নিবন্ধন এবং নিরক্ষন), বেসরকারী উন্নয়ন সংস্থা ”অগ্রযাত্রা” কক্সবাজার এর বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) ক্যাম্প ও ১ই, ১৪ ও ১৬, উখিয়া এবং রামু উপজেলার স্থানীয় জনগোষ্টির জন্য বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন কালে তিনি একথা বলেন।

পরিদর্শনকালে অগ্রযাত্রা ও আইআরসি কর্তৃক পরিচালিত ক্যাম্প ১ই তে Safe Healing and Learning Space (SHLS) সেন্টারে শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে পরিচালিত বিভিন্ন সেশন পরিদর্শন করেন। সেশন পরিদর্শন কালে তিনি রোহিঙ্গা শিশু, কিশোর/কিশোরীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ক্যাম্প-১৬তে অগ্রযাত্রা ও এইচআরএফ কর্তৃক বাস্তবায়িত অতিসম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের জন্য শেল্টার/আশ্রয়ন, ওয়াশ ও অন্যান্য নির্মাণ কার্যক্রমপরিদর্শন করেন। ক্যাম্প ইনচার্জ জনাব শংকর কুমার পরিদর্শন টিমকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওক্যাম্পের বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
পালংখালী ইউনিয়নের থাইংখালি এলাকায় অগ্রযাত্রা কর্তৃক বাস্তবায়িত শিশু, কিশোর/কিশোরীদের মনোসামাজিক, আত্মকর্মসংস্থান ও জীবিকা বিষয়ক সহায়তা কেন্দ্র পরিদর্শন এবং রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে নির্মানাধীন পথশিশুদের নিরাপদ আবাসন প্রকল্প এবং কিশোরী ক্লাব পরিদর্শন করেন। উক্ত বৈচিত্র্যপূর্ণ কার্যক্রমসমুহ পরিদর্শন করে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক(রোহিঙ্গা) সহায়তার পাশাপাশি স্থানীয় জনগনের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা-অগ্রযাত্রার উদ্যেগসমুহের ভুয়সী প্রশংসা করেন এবং দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যেগ বলে অবহিত করেন।আগামীতে অগ্রযাত্রার পথ চলার সফলতা কামনা করেন এবং অগ্রযাত্রা পরিচালিত কার্যক্রমকে আরো গতিশীল করতে বর্তমান দাতা সংস্থা এর পাশাপাশি অন্যান্য আন্তজাতিক সংস্থাগুলিকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন – অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি নীলিমা আকতার চৌধুরী, নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও কর্মকর্তাগন এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.