রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের দুই ইমাম

ওয়ান নিউজ ডেক্সঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের দুই ইমাম। মসজিদুল হারামের ইমাম ড. মোহাম্মদ বিন নাসের বিন মোহাম্মদ আল খুজাইম এবং মসজিদে নববির ইমাম আব্দুল মেহসিন মোহাম্মদ আল কাসিম সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ করেন।

এসময় রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সৌদি আরবের উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোনো পদক্ষেপে সর্বাত্মক সহায়তা দেবে।

তিনি বলেন, সৌদি প্রতিনিধি দলের এই সফর বন্ধুপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ এবং প্রত্যাশার ভিত্তিতে গড়ে উঠা দু’দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরও জোরদার হবে।

ওই সাক্ষাৎকার শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.