প্রেস বিজ্ঞপ্তি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে যুব উন্নয়ন অধিদফতর হতে নিবন্ধনপ্রাপ্ত রম্যভুমি রামুর অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রামু ব্লাড ডোনার’স সোসাইটির চতুর্থ বর্ষপুর্তি উদযাপন ও বার্ষিক ভোজন ২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা ইকো ড্রিম পার্ক এন্ড রিসোর্টে কেক কেঁটে অনুষ্ঠানের উদ্ভোধন করেন রামু প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে নীতিশ বড়ুয়া বলেন, সেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান ও সহজীকরণে দীর্ঘ চার বছর ধরে রামুতে কাজ করছে রামু ব্লাড ডোনারস সোসাইটি টিম,তারা রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে, রক্তদানে মানুষকে সচেতন করতে রামু ব্লাড ডোনারস সোসাইটির যে ধারা তা অব্যাহত থাকুক। তাদের সামনের পথচলায় আমাদের সহযোগিতা অব্যহত থাকবে।
সংগঠনের এডমিন রাশেদ কামালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জোয়ারিয়ানালা পুর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছৈয়দ নুর,রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক আবু নোমান,প্রগতি লাইফ ইন্সুরেন্স রামু শাখার ইনচার্জ সাংবাদিক আবুল কাশেম সাগর,সাংবাদিক শিপ্ত বড়ুয়া,রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ল্যাব ট্যাকনোলজিস্ট শহিদুল ইসলাম,কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান,রামু ব্লাড ডোনার’স সোসাইটির এডমিন সায়েদ জুয়েল,ইমরাউল হাসান বাপ্পি,কো-এডমিন হাফেজ রাশেদ উদ্দিন,
জাহিদুল ইসলাম আকিব সহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে রামু ব্লাড ডোনারস সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন তারুণ্যদীপ্ত সংগঠক সাংবাদিক কফিল উদ্দিন বলেন, রামু স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত সঞ্চালন কেন্দ্র স্থাপন হওয়ায় এখন রামুতে রক্তদান আরও সহজলভ্য হয়েছে। আমাদের রামুবাসীকে এটি উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আয়োজন রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ নয়,আমরা বিভিন্ন প্রজেক্টে আরবিডিএস ফাউন্ডেশনের পরিচালনায় ১৪টি প্রকল্প নিয়ে মাঠে কাজ করছি। আমাদের এই আয়োজনে যারা আর্থিক এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চতুর্থ বর্ষপুর্তি ও বার্ষিক ভোজন অনুষ্টানে, বিভিন্ন গুনীজন অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে বেলা দুইটায় ভোজনের মাধ্যমে শেষ হয় রামু ব্লাড ডোনারস সোসাইটির ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.