রামু চাকমারকুলে বাড়িতে আগুন লেগে শিশু নিহত

 

মোঃ নেজাম উদ্দিন

১৩ ফ্রেরুয়ারী সকালে ১১.৩০ মিনিটের দিকে চাকমারকুল আলী হোসেন সিকদার পাড়া মো: ইসলাম মিস্ত্রী বাড়ীতে আগুন লেগে ইসলামের মেয়ে ওমাইকা আক্তার (৩) নামের শিশু নিহত হয়, পপুরো বাড়ী আগুনে পুরা যায় বলে জানা যায়। ফায়ার সার্ভিস(রামু) দ্রুত স্থানে আসার কারনে বা দ্রুত আগুন নিন্ত্রয়ন নিয়ে আসে। যার ফলে পাশ্ববর্তী কারো ক্ষয় ক্ষতি হয় নাই। তবে এলাকাবাসী সুত্রে জানা যায় আনুমানিক পাঁচ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছ। আনেকে মনে করেনে আগুনের উৎপত্তি রান্নাঘর থেকে হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার পরিদর্শন করছেন বলে জানা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.