রামুতে যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন

রামু(কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার দুই যুগে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
যুগান্তরের রামু প্রতিনিধি ও রামু প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন বড়ুয়া, মাস্টার মোঃ আলম, সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল, মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন প্রিন্স, আওয়ামীলীগ নেতা ইউনুচ খান, ইউনুচ রানা চৌধুরী, নুরুল কবির হেলাল,
নুরুল হক চৌধুরী, সরওয়ার কামাল সোহেল, নাছির উদ্দিন সিকদার, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল হক,সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, আবদুল্লাহ আল মামুন, আবদুল মালেক সিকদার, আবু বকর সিদ্দিক, হাবিব সোহেল, আহমদ ছৈয়দ ফরমান, মোঃ শওকত ইসলাম, সরওয়ার জাহান, মোঃ সাইদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দৈনিক যুগান্তর গণ মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকা গুলোর মধ্যে সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তর দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আগামীতেও এর দাপটে টিকে থাকবে। এসময় তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.