রামুতে প্রেমিকার ঘরে প্রেমিকের লাশ উদ্ধার!

হাসানের পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক :

রামুতে প্রেমিকার ঘরে প্রেমিকের লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

রবিবার (৯ মে) সকালের দিকে মোহাম্মদ হাসান এর লাশ উদ্ধার করা হয় বলে জানান রামু থানা পুলিশ ।

ঘটনাটি ঘটেছে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম কাউয়ারখোপ পাহাড় পাড়ায় মৃত নুরুল আলমের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মোহাম্মদ হাসান একই ইউনিয়নের এলাকার উত্তর টিলাপাড়া এলাকার মোহাম্মদ হানিফের পুত্র বলে জানা গেছে।
কাউয়ারখোপ ইউনিয়নের উত্তর টিলাপাড়ার মোহাম্মদ হানিফের পুত্র মোহাম্মদ হাসান( ২২) এর সাথে একই ইউনিয়নের মধ্যম কাউয়ারখোপ পাহাড় পাড়ার মৃত নুরুল আলমের কন্যা নাছিমা আকতার (২০) এর মন দেয়া নেয়ার সুবাধে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।
প্রেমিক হাসান গত শুক্রবার (৭ মে) রাতে গোপনে প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয় কতিপয় যুবক (শামসুল আলমের ছেলে) আলমগীরের নেতৃত্বে বেরসিক জনতা প্রেমিকার বাসায় প্রেমিক হাসান কে ধরে ফেলে এবং ওই দিনই হাসান ও নাছিমার পরিবার উভয় পক্ষ স্থানীয় ইউপি মেম্বার আবদুল্লাহ ও দফাদার ছৈয়দ আলমের উপস্থিতিতে সম্মত হয়ে বিয়ের জন্য চুক্তি নামা ( ঠিক ফর্দ) সম্পাদন করে।

মেয়ের পরিবার সুত্রে জানা গেছে, রবিবার সকালে মোঃ হাসান নাসিমার বাড়ীতে যায়। এ সময় ওই বাড়ীতে কেউ ছিল না। বাহির থেকে নাসিমা এসে দেখে হাসানের লাশ পড়ে থাকতে দেখে।

অপরদিকে নিহত মোঃ হাসানের পরিবারের দাবি, হাসানকে তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে।
পরে আত্নহত্যা সাজাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। এটি পরিকল্পিত মার্ডার।
আমরা অপরাধীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করছি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান জানিয়েছেন,আমরা রামু পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.