রামুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রামু প্রতিনিধি:

রামুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। “আপনার নাগালেই পরিছন্ন হাত “এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি উপলক্ষে রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। র‍্যালির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ভাইস চেয়ারম্যন সালাহ উদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি অংশগ্রহণ করেন। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.