কফিল উদ্দিন, রামুঃ
স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” এই প্রতিপাদ্যে কক্সবাজারের রামু উপজেলায় ২ দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি ) বিকেল ৩ টার সময় রামু উপজেলা প্রশাসনের আয়োজনে রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামু ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা। উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা আমিনা পারভিন।
তাছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার মামুনুর রশিদ,রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ, ওসি তদন্ত রামু থানা অরুপ কুমার চৌধুরী,জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মাতাব্বর সহ অনেকেই।
আয়োজিত ৪৩ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার রামু সরকারি কলেজ সহ ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করেন এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে ১৪ টি স্টলে সাজান। মেলা উদ্বোধন শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং আজ সমাপনি দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে। উল্লেখ্য উক্ত উৎসবটি ২০২১ সালে হওয়ার কথা থাকলে সংগত কারনে ২০২২ সালে অনুষ্টিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.