রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা : আহত ২

বার্তা পরিবেশকঃ

 

রামুতে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে রশিদনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধা আব্দুর রশিদ (৭৫) এর উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মোয়াজ্জম মোর্শেদ ও তার ভাই রায়হান মোর্শেদ। এসময় হাতে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। আপন বড় ভাইকে উদ্ধার করতে গেলে কিরিচের আঘাতে মাথায় গুরুতর আহত হন রশিদের ছোট ভাই লোকমান হাকিম। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য জুনায়েদ ইসলাম জানান, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে তার পরিবারের উপর নির্মমভাবে হামলা, প্রাণনাশের হুমকি সহ নানাভাবে হয়রানি করে যাচ্ছে মোয়াজ্জম মোর্শেদ এর পরিবার ।
আদালতের আদেশ অমান্য করে বারবার জমি জবরদখল করার চেষ্টা চালালে প্রতিবারই আইনের আশ্রয় নেয়। পুলিশি বাধার সম্মুখীন হওয়াই আরো ক্ষীপ্ত হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। পুরো উত্তর কাহাতিয়া পাড়া এলাকার সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ভূমিদস্যুতা, মারধর সহ অনেক ধরনের অপকর্ম করে যাচ্ছে মোয়াজ্জম। আগের সংগঠিত কয়েকটি ঘটনায় তার নামে মামলাও করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছে এর শাস্তি চাই।

উক্ত ঘটনায় রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.