মিথুন বড়ুয়া, রামু (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের রামুর কাউয়ারখোপে গরু চোরাচালান বিরোধকে কেন্দ্র করে গুলাগুলিতে মো: নবী নামে একজন নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার ঈদের দিন (৩১ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত ফাকিঁ দিয়ে আসা গরু টানার বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে গুলাগুলির ঘটনায় ঘটনাস্থলে নিহত তিনি।
নিহত মো: নবী কাউয়ারখোপের পশ্চিম গনিয়াকাটার মৃত আলী আকবরের পুত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত মো: নবীর চাচাত ভাইয়েরা মো: হাছন,মো: হোছন, হামিদ গরু টানাটানির বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটায়।
রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, ইতিপূর্বে বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.