সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু এপেক্স ক্লাব ও কক্সবাজার সিটি এপেক্স ক্লাবের যৌথ গ্রেন্ট ওপেনিং হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বিকালে কক্সবাজারস্থ সায়মা ওশান সিটি মার্কেটের কনফারেন্স হলে দুটি ক্লাবের আনুষ্টানিকভাবে কমিটি ঘোষনা করেন এপেক্স ক্লাবের জাতীয় কমিটির প্রেসিডেন্ট এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী।
প্রথমে রামু এপেক্স ক্লাবের কমিটি ঘোষনা করা হয়। বেসরকারি এনজিও সংস্থা অগ্রযাত্রার ফাউন্ডার প্রেসিডেন্ট নীলিমা আক্তার চেীধুরী প্রেসিডেন্ট ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক নেজাম উদ্দিনকে সেক্রেটারী নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সিনিয়র একাউন্স অফিসার এপেক্সিয়ান আব্দুল খালেক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির এসিটেন্ট রেজিষ্ট্রাট (এডমিন) এপেক্সিয়ান নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর সেলিম, আইপিপি এপেক্সিয়ান ফতেহ্ মোঃ কবির, ট্রেজারার এপেক্সিয়ান মোঃ ইদ্রিস, সার্ভিস ডিরেক্টর মহেশখালী পৌরসভার সাব এসিটেন্ট ইঞ্জিনিয়ার এপেক্সিয়ান সাইদুল আলম, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান সুরেশ বড়–য়া বাঙ্গালী,পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর সামিট গ্রæপ কমিনিউকেশন লিমিটেড এর সিস্টেম এপেক্সিয়ান মোঃ ইঞ্জিনিয়ার রায়হান উদ্দিন, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান সাংবাদিক সোয়েব সাঈদ, সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান আব্দুল্লাহ আল মাহমুদ, মেম্বার- জয়নাল আবেদীন, ইরফানুল হক।

প্রধান অতিথির বক্তব্যকালে এপেক্স ক্লাবের জাতীয় কমিটির প্রেসিডেন্ট এপেক্সিয়ান রুহুল মঈন চৌধুরী বলেন, এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। এই সংসংঠনের মাধ্যমের দেশের অসহায়দের পাশে দাড়ানো আমাদের একমাত্র লক্ষ। সম্প্রতি সিলেটে বন্যায় আমাদের জাতীয় কমিটি থেকে বেশ কিছু সাহায্য নিয়ে অসহায়দের সাহায্য করা হয়েছে। এটি অলাভ জনক একটি সংগঠন। এখানে আমরা নিজের টাকায় সবকিছু করে থাকি ।
অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী। তিনি বলেন, কক্সবাজার পর্যটন নগরী হিসাবে এখানে এপেক্স ক্লাবের কার্যক্রম তেমন নেই। তারজন্য আমরা আজকে রামু ও কক্সবাজার সিটিতে এপেক্স ক্লাবের কমিটি ঘোষনা করলাম। আশা করছি কমিটিতে যারা দায়িত্ব পেয়েছে তারা মানবিক কাজে এগিয়ে আসবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রোরীদের এপেক্স ক্লাবের ব্যাচ পরিয়ে দেন জাতীয় কমিটির প্রেসিডেন্ট।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তেলওয়াত করেন রামু এপেক্স ক্লাবের এপেক্সিয়ান মোঃ ইদ্রিস। এর পর জাতীয় সংগীতে সকল সদস্যরা দাড়িয়ে দেশের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।অন্যদিকে এপেক্স ক্লাব অব কক্সবাজার সিটি কমিটিতে এপেক্সিয়ান আবছার কামাল সিকদারকে প্রেসিডেন্ট ও এপেক্সিয়ান মোঃ রাশেদুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১১ সদ্য কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসট্রিক গভর্ণর-৩ এপেক্সিয়ান কামাল পাশা ও ডিসট্রিক ট্রেজারার এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.