নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রা রমজানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ২১(এপ্রিল) দুপুরে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর উনিয়নের ৩,৬,৭, ও০৮ নং ওয়ার্ডে বসবাসরত স্থানীয় ৩৪২ জন বাসিন্দাদের মাঝে রমজান খাদ্য সামগ্রী বিতরন হয়৷
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা।
প্রধান অতিথি জানান, রোহিঙ্গা সেবার পাশাপাশি অগ্রযাত্রা স্থানীয় অসহায়দের পাশে সবসময় কাজ করছে।
আমি মনে করি প্রত্যেকটি এনজিও আইএনজিও যদি এভাবে স্থানীয়দের পাশে থাকে তবে অসহায় পরিবার যারা রয়েছে তাদের সহায় হবে।
অগ্রযাত্রা সভাপতি নিলীমা আকতার চৌধুরী জানানা,সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে”এই অগ্রযাত্রা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক
পদকপ্রাপ্ত একটি সমাজ উন্নয়নমুলক সংস্থা। বিগত ১৯৯৮ইং হতে চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটিসহ সারাদেশের বিভিন্ন জরুরী সময়
সরকারের পাশাপাশি সংস্থাাটি বিভিন্ন জেলায় উপজেলায় জরুরী সহায়তা করে আসছে।
আজকে হিউম্যানিট্যারিয়্যান এসিসট্যান্সট রোহিঙ্গা রিফিউজি ইন বাংলাদেশ – শীর্ষক জরুরী ত্রাণ প্রকল্পের আওতায় দাতা সংস্থা মুসলিম চ্যারিটি
হেল্পিং দি নিডি, ইউকের আর্থিক সহযোহিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- অগ্রযাত্রা নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, দাতা সংস্থার প্রতিনিধি ফজলুল করিম, প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.