ভাতিজার দায়ের কোপে দুই হাত বিচ্ছিন্ন চাচার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে দুই হাত বিচ্ছিন্ন হয়েছে এক ব্যক্তির।
বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার খুরুশকুলের হাটখোলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাটখোলা পাড়া এলাকার নজির আহামদের ছেলে মোর্শেদ ও তার ভাই বেলালের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় বেলালের ছেলে মো. তারিফ এসে দা দিয়ে কুপিয়ে চাচা মোর্শেদ আলমের দুই হাত বিচ্ছিন্ন করেন।
পরে স্থানীয়রা মোর্শেদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার খবর শুনেছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.