বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বেকসুর খালাস পাওয়ায় সেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক ঃ
ভারতের শিলংএ দীর্ঘদিন বন্ধি থাকার পর আইনী লড়াইয়ে অবশেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহম্মেদ বেকসুর খালাস পাওয়ায় জেলা সেচ্ছাসেবক দলের পক্ষে আনন্দ মিছিল হয়েছে। ৪ মার্চ বিকালে মো: সোলাইমান বাদশার নেতৃত্বে বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের পক্ষে আয়োজিত এই মিছিল খুরুশকুলের রাস্তার মাথা থেকে বের হয়ে প্রধান সড়কের কালুর দোকান হয়ে বাজার ঘাটা পর্যন্ত প্রদক্ষিণ করা হয়। এ সময়ে দলের শত শত নেতাকর্মী মিছিলে যোগ দেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ ত্যাগী নেতা কক্সবাজারের কৃতি সন্তান সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বেকসুর খালাস পাওয়া সকলে শুকরিয়া আদায় করেন। ও সম্পুর্ন সুস্থ থেকে দেশে ফিরে আসার প্রত্যাশা কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.