বাইশারী ও দোছড়ি ইউপি সদস্যদের শপথ গ্রহণ

মোঃ আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ও দৌছড়ি ইউনিয়নের নব নির্বাচিত ইউপির সংরক্ষিত মহিলা সদস্য ও পুরুষ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২ টায় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর মোঃ ছালেহ, দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। শপথ অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগনকে উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ফুল দিয়ে বরণ করে নেন।এবং উপস্থিত সকল নবনির্বাচিত সদস্যা,সদস্যের উদ্দেশ্যে বলেন আপনারা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন আপনারা ও জনগণের খোঁজ খবর নিবেন তাদের সুখে দুঃখে জনগণের পাশে থাকবেন আপনাদের ও জনগণ সহযোগিতা করবেন।

নিজাম/ ৭.২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.