বাংলাদেশ  মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা  সভাপতি নাজনীন সরওয়ার  কাবেরী কে অভিনন্দন।

বিশেষ প্রতিবেদক।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিঠির অনুমোদন ক্রমে বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলার নতুন কমিঠির সভাপতি নাজনীন সরওয়ার কাবেরীকে অভিনন্দন জানিয়েছেন রামু উপজেলা এসোসিয়েশন কক্সবাজার কেন্দ্রীয় কমিঠির সভাপতি মোঃ নেজাম উদ্দিন সদস্য সচিব এম শাহাব উদ্দিন জনি,  রামু উপজেলা এসোসিয়েশন সভাপতি অভিনন্দন বার্তায় জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রীয় কমিঠি কক্সবাজার জেলা কমিঠির সভাপতির দায়িত্ব  একজন ত্যাগী নেতার কন্যার হাতে দিয়ে এক উজ্জল ও সুন্দর কমিঠি উপহার দিয়েছেন,  তিনি আরো মনে করেন বর্তমানে নাজনীন সরওয়ার কাবেরী যেভাবে জনগনের সেবা করে যাচ্ছে তাতে এই মানবাধিকার কমিশন যোগ হলো, এবং এতে নাজনীন সরওয়ার কাবেরী এলাকার জনগনকে আরো সেবা দিতে পারবেন,  এদিকে রামু উপজেলা এসোসিয়েশন এর সদস্য সচিব এম শাহাব উদ্দিন জনি, যুগ্ন সচিব, ইন্জিঃ রাইহান,  সহ যুগ্ন আতিকুর রহমান আতিক, সদস্য মিজানুর রহমান, দুলাল শর্মা, সাইফুল ইসলাম, মোঃ খালেক, সহ এসোসিয়েশন এর সকল সদস্য বৃন্দ নাজনীন সরওয়ার কাবেরী সভাপতি হওয়ায় অভিনন্দন  ও ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.