বঙ্গবন্ধুর জন্মদিনে হোটেল আইলেন্ডিয়া ও কক্স কুটুম বাড়ির আনন্দ র‌্যালি

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে আনন্দ র‌্যালি করেছে হোটেল আইলেন্ডিয়া ও কক্স কুটুমবাড়ি রেস্তোরাঁ।
শুক্রবার(১৭ মার্চ) সকালে কলাতলী, বিশ্বের বৃহৎ সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গা এই র্যালী পদক্ষিণ হয়।
হোটেল আইলেন্ডিয়া ও কক্স কুটুম বাড়ির স্বত্বাধিকারী নুরুল কবির পাশা জনান, যিনি না হলে আমরা আজ স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেতাম না তেমন একজন মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।
এই মহান মানুষকে স্বরণ করতে জন্মদিনে আমরা আমাদের হোটেল আইলেন্ডিয়া ও কক্স কুটুম বাড়ির পক্ষ থেকে আনন্দ মিছিল বের করেছি। আর যারা আজকে কক্সবাজারে পর্যটক হিসাবে রয়েছে তারাও শ্রদ্ধার সাথে স্মরণ করে।সেই সাথে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করছি ।
এদিকে আনন্দ মিছিলে স্থানীয় হোটেল কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরাও অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.