প্রধানমন্ত্রীর উপহার পেল কাপ্তাইয়ের ১৫০ পরিবার

কাপ্তাই(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ

ভিজিএফ কর্মসূচীর আওতায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১৫০ টি অসহায় ও দুঃস্হ পরিবার।
বুধবার ( ৫ মে) দুপুর ১২. ৩০ মিনিটে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নগদ অর্থ ১৫০ টি পরিবারের হাতে তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ট্যাগ অফিসার রিমন চন্দ্র বর্মন, চিৎমরম ইউপির চেয়ারম্যান খ্যাইসা অং মারমা সহ সকল ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ভিজিফি কর্মসূচীর আওতায় চিৎমরম ইউনিয়নে ১৫০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৪৫০ টাকা করে মোট ৬৭ হাজার টাকা বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.