রেজাউল করিম,পেকুয়া
ছোট্ট শিশু আয়েশা ছিদ্দিকা ছুহী। বয়স সবেমাত্র ৯ বছর। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এই বয়সে খেলাধুলা নিয়ে অন্য দশজন শিশুর মত ব্যস্ত থাকারই কথা। কিন্তু ভাগ্য তার পক্ষে সহায় ছিলনা। এরইমধ্যে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সে।
আসুন এই ছোট্ট শিশুটির মুখে জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দি আমি-আপনি সবাই।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সে। সুস্থ হয়ে অন্য দশজন শিশুর মত স্বাভাবিক জীবনে ফিরতে চায় ক্যান্সার আক্রান্ত আয়েশা।
আয়েশা ছিদ্দিকা ছুহী পেকুয়া উপজেলার সদর ইউপির শেখের কিল্লা ঘোনা এলাকার মো.ওসমান বাদশা’র কন্যা ও পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো না। ডাক্তারের প্রাথমিক চিকিৎসায় বলা হয়েছে দেশের বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করতে। কিন্তু সেই সাধ্য বা সামর্থ নেই তার পরিবারের।
অল্প বয়সে ঝরে পড়া এই শিশু আয়েশাকে বাঁচাতে এগিয়ে আসুন সবাই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.