পেকুয়াতে বন্যার্তদের মাঝে এড.রাশেদের ত্রাণ বিতরণ

রেজাউল করিম, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় টানা বর্ষণে তলিয়ে যাওয়া বানিবন্দী ও বন্যা কবলিত পারিবারের মাঝে দ্বিতীয় দফায় আবারও ২০০পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তরুণ আইনজীবী এডভোকেট রাশেদুল কবির।

সোমবার (২রা আগস্ট) সকাল ৯টা শুরু করে এডভোকেট রাশেদুল কবিরের পেকুয়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান এস. কে সায়মা এন্টারপ্রাইজ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আবুহেনা মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং এডভোকেট রাশেদুল কবিরের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নতুন রাহাতজানি পাড়া, মুরার পাড়া, মগকাটা,ছিরাদিয়া ও টেকপাড়া এলাকার বন্যা কবলিত অসহায় ২’শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে ৩কেজি করে চাল,২কেজি আলু, ১কেজি মুড়ি, ১কেজি ময়দা, হাফ কেজি সয়াবিন তেল, ১কেজি পিঁয়াজ , ও হাফ কেজি করে চিনি বিতরণ করা হয়েছে।

এডভোকেট রাশেদুল কবির বলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীর নির্দেশনায় এডভোকেট রাশেদুল কবিরের উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মাঝে দ্বিতীয় দফায় আবারও ২০০ পরিবারকে ত্রাণ বিতরন করা হয়েছে। কোন জায়গায় নৌকা নিয়ে আবার কোন জায়গায় পায়ে হেঁটে বন্যাকবলিত মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা করেছি। উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী করোনা আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় বন্যাকবলিত এলাকায় আসতে না পারায় উনার নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দফায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ তুলে দিয়েছি। এর আগেও অসহায় বন্যা কবলিত ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিতে সক্ষম হয়েছিলাম। ইনশাআল্লাহ  আগামীতেও সহায়তা  অব্যহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.