পেকুয়াতে অস্ত্র কারখানায় র‍্যাবের অভিযান

আটক ১

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ার গহীন জঙ্গলে অভিযান চালিয়েছে র‍্যাব-১৫। এসময় অস্ত্রসহ দেলোয়ার হোসেন দেলু নামের একজনকে আটক করেছে র‍্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামোরা এলাকার গহীন জঙ্গলে এ অভিযান চালিয়েছে র‍্যাব। আটক দেলোয়ার হোসেন ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫’র অধিনায়ক ল্যাপ্টেনেন্ট কর্ণেল খায়রুল ইসলাম বলেন, “গোপন সংবাদ পেয়ে আমাদের এক বিশেষ টিম পেকুয়ার পাহাড়ী এলাকায় অভিযান চালিয়েছে। ৪ ঘন্টা ধরে এ অভিযান চালানো হয়। অভিযানে আমরা অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়েছি।”
কর্ণেল খায়রুল ইসলাম আরও বলেন, সম্ভবত তারা এই অস্ত্র গুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। তবে অস্ত্র তৈরির প্রধান কারিগর এখনো ধরা পড়েনি। আমাদের ধারণা সে এখনো পাহাড়ের কোথাও লুকিয়ে আছে। আশা করি খুব শীগ্রই তাকেও আটক করতে সক্ষম হবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.