প্রেস বিজ্ঞপ্তিঃ
পালং নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অনলাইন প্রেসক্লাব কক্সবাজার । হামলায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তার প্রতিষ্ঠিত জালিয়াপালং সোনাইছড়ির পালং নার্সিং ইনস্টিটিউটের কাছে হামলার শিকার তিনি।
জানা যায় তার প্রতিষ্ঠিত পালং নার্সিং ইনস্টিটিউটে জরুরি কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে হত্যার উদ্দেশ্যে গতিরোধ করে। অতর্কিত হামলায় তার হেলমেট দুটুকরা হয়ে যায়। হাতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ সেলিমের স্বাক্ষরিত বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পালং নার্সিং ইনস্টিটিউট’র চেয়ারম্যান মুহাম্মদ ছলিম উল্লাহ সুজনের ওপর অতর্কিত হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি উদ্বেগের। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.