পাক প্রধানমন্ত্রী হিসেবে ‘অযোগ্য’ ঘোষিত নওয়াজের পদত্যাগ

ওয়ান নিউজ ডেক্সঃ পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার পানামা পেপারস মামলার রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তাকে অযোগ্য ঘোষণা করার দুই ঘণ্টার মাথায় পদত্যাগের এ ঘোষণা দেন তিনি।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘ডন’ জানায়,  নওয়াজ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

এর আগে, পানামা পেপারস দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য বলে ঘোষণা দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এ রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকা এই রাজনীতিবিদকে এমনিতেই সরে দাঁড়াতে হত।

পানামা পেপারস দুর্নীতি মামলায় পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশও দেয়া হয়। এছাড়া, বিচার চলবে শরিফের মেয়ে মারিয়ম নওয়াজ, দুই ছেলে হুসেইন নওয়াজ ও হাসান নওয়াজের বিরুদ্ধেও।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই অভিযোগের তদন্ত করে যৌথ তদন্ত দল (জেআইটি)। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তার পরিবারের সদস্যরা তাদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত ওই রায় দেন।

অবশ্য যেকোনো ধরনের দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নওয়াজ শরিফ। সূত্র: ডন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.